বাস্তবিক আর স্বপ্ন রাজ্য
কখনো এক নয়,
সকল স্বপ্নই হয় না পূরণ
বাস্তবে তাই কয় ।।
এই নিজেকেই নিয়ে ভাবি
আমিই কে আমার,
পাইনি খুঁজে আজও আমি
কোন সে অধিকার ??
দম ফুরালেই সকল হিসাব
ঐ দিন হবে শেষ,
ভালো-মন্দে,দুঃখ-আনন্দে
কল্পনায় না বেশ ।।
কল্পনাটাই ভুলের রাজ্য
আমরা বুঝি তাই,
কল্পনা আর স্বপ্নের মাঝে
কোন কিচ্ছু নাই ।।
♠>=♠=<♠♠>=♠=<♠
তাং-২৮-১০-২০১৮ ইংঃ♠
রাতঃ- ০৮টা ১০মিঃ ==♠
স্থানঃ- কড়িয়াঃ/ রবিবার ♠
০১৭৪২-৭৭৪৬৪৪মোবা।
♠<♠==<♠♠>==♠>♠