যতই বলিনা কেন  সংসার আমার,
ভেবে দেখ,সবই ভুল কতটুকু কার?

আসলে সমন আর দেবেনা রেহাই,
সব ফেলে যেতে হবে অজানা ঠাঁই।

যে যত আপন ছিল,করে যাবে পর,
আসল ঠিকানা হবে,মাটিরও কবর।

একবারও  কেউ এসে, নেবেনা খবর,
কিভাবে এখানে আছি,গহীনেতে ঘর।


তাং--০৮--০৫--২০১৫ ইং->
সকালঃ--০৫টা ২০মিঃ =< ♣
স্থানঃ-কড়িয়াঃ/বৃহস্পতিবারঃ♣
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাইল♣
♣<>=<><>=<>=<>♣