তোরা আয়রে চলে আয় - - - -
পাজী আজকে হাজী হইছে
দেখবি যদি আয়।
আতর মেখে গায়ের গন্ধ
ঢেকে রাখতে চায়।। (২)
পাজী আজকে - - - আয়। ঐ
ছুঁচোর গায়ের গন্ধ কি আর
ধূ'লে কভু যায় ?
সাবান দিলে পাঠার গায়ের
গন্ধ কি লুকায় ?
বেশ-ভূষা পরিলে কি চোরে
রক্ষাই পায় ।। (২)
পাজী আজকে - - - আয়। ঐ
কয়লা ধূইলে কখনো কি
ময়লা চলে যায় ?
স্বভাব দোষের দোষী থাকে
লোকেরও ঘৃণায়।
মুখোশ ধারী মুখোশ ধরে
চলে যে সদয় ।।
পাজী আজকে - - - আয়। ঐ
এটাও আমার লেখা পাঁচ হাজার
সঙ্গীত থেকে আরও একটা গান
কে গীতি কাব্য রূপে পাঠালাম
আসরে আমার সকল কবি ভাই
দের সৌজন্যেই আমার এই
ক্ষুদ্র প্রয়াস। শুভেচ্ছ নিবেন এই
আসরের সকল সকল কবি,ভাই,
বোন,বন্ধুদের কাছে আমার এ- কান্ত আরোজ সবারই কাছে।
<>♣<>♣<>♣<>♣<>
<>♥০১৭৪২-৭৭৪৬৪৪♥<>