যতই  বলো না  কেন
সংসার আমার,
ভেবে দেখ সবই ভুল
কতটা কি কার।।

সমন  আসিলই  আর
নেই তো রেহাই,
সব ফেলে যেতে হবে
অজানা সে ঠাঁই।।

আপনেরা  যারা ছিল
করে দেবে পর,
আসল  ঠিকানা  হবে
মাটিরও কবর ।।

একবারও কেউ এসে
নেবে না খবর,
কিভাবে এখন  আছি
চলছেই যবর ।।


=০৮=০৫=২০১৫ইং
সকালঃ--৫টা ২০ মিঃ
কড়িয়াঃ = = = = =
=♠==♠==♠==♠=