মানুষ বলতে সবাই আপন
মা-বাবা,ভাই-বোন,
মানব "কল্যাণ''করে গেলে
কাঁদবে সকল জন ।।
মিলে-মিশেই থাকা মানেই
মুক্তই অহংকার,
হাসবেনা কেউ অন্য দুঃখে
আনন্দ হাসবার ।।
এমন্ হৃদয় ''স বা র'' যদি
তৈরী করা যায়,
জগৎ হতে'ই মুছে যাবে
সকল গ্লানীভয় ।।
<><>=<><>=<><>>
তাং--১০--১২--২০১৮ ইংঃ>
রাতঃ-০৩টা ৫৫মিঃ ৩৫সেঃ>
স্থানঃ-কড়িয়াঃ / সোমবার<>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ>
<><>=<><>=<><>>
<♣ভেদাভেদ মুক্ত হৃদয়♣>