আসলরা আজ হারিয়ে গেছে
নকলে ক রে ছে ভর,
বিবেকবানরা হারিয়ে বিবেক        
কোথা যেন অকাতর ।।

জানিনা সে আর আসবে কিনা
আঁধারে পড়েছে ধরা ,
বাঁচলোনা কেউ মেরেই দিলো
যেভাবে বই'ছে ধারা ।।

ক্ষমতারই  লোভে ব্যস্ত সবাই
চিরোকাল নিতে ঠাঁই,
ওহে  নরাধম ভেবে দ্যাখ তুই
কতক্ষণের এ উপায় ??

ভেবে  দ্যাখ তুই মরবি কি না
বেঁচে রবি চিরোকাল,
এখনও বলছি ফিরে আয় তুই
বুঝে  দ্যাখ পরকাল ।।

মৃত্যু যে তোর খুব কাছাকাছি
মুড়িয়া ধরিতে ঘাড়,
কোন্ ভরসায় এত বাড়াবাড়ি
মানুষ  নামীয় ষাঁড় ??


<>=<>==♦♦==<>=<>
তাং--২৫--১১--২০১৮ ইংঃ>
রাতঃ-১২টা ৩২মিঃ ২৫সেঃ >
স্থানঃ--কড়িয়াঃ/ রবিবারঃ <>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ >
<>=<>==♦♦==<>=<>
<♦>ভেবে চল্ পরকাল<♦>