যার সুরে আজ পাগল আমি
না শুনেও তাঁর গান,
চোখের দেখা না দেখে তাঁর
ব্যাকুল আমার প্রাণ ।।
না জানি তাঁর রূপ চেহারার
কেমন টি কোথায়,
কোথায় গেলে পাব যে তাঁর
আসল ঠিকানায় ??
প্রেমের উদাস ব্যাকুলতাই
করছে বিরাজ মন,
অভিসারেও পাবো কি তাঁর
ঘরের প্রেম আসন ??
খুঁজবোনা আর কোন দিনও
করতে আপন তাঁর,
অভিমান টা বুঝবে যে দিন
চিনবে সে আমার ।।
<=♥==♥===♥==♥=>
তাং-২৪=১০=২০১৮ইং=♥
রাতঃ- ১২টা ৪৫ মিঃ =♥=।
স্থানঃ--কড়িয়াঃ/মঙ্গলবার=।
♥"ভালবাসি ♥ আমি যার"♥
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ।
<>=♠===♠===♠=<>