ভাল বাসার রূপটা দেখি
এক ধরনের নয়,
প্রেম জগতে ভালবাসার
এক এক পরিচয়।
মা-বাবার ঐ ভাল বাসায়
বিশ্ব-জগৎ মাত,
স্বার্থ বিহীন ভাল বাসেন
সারাটা দিন রাত।
শিক্ষা-গুরু পন্ডিতে পায়
শিক্ষার্থীর সম্মান,
আকাশ চুম্বী ভাল বেসেও
শিশ্যরা দেয় মান।
ভাই,বোনেদের ভালবাসা
বন্ধুরও সমান,
আত্মীয় পায় যার যার মত
আদর ও সম্মান।
বন্ধু জনদের ভাল বাসা
যার যা খুশি তাই,
চলা-বলার সব কিছুতেই
সংকোচে কিছু নাই।
প্রতিবেশীর ভাল বাসায়
মধুময় ব্যবহার,
পরস্পরে হৃদয়ের ভাব
আপনের অধিকার।
স্বামী-স্ত্রীর ভাল বাসার
হয় নাকো সমতুল,
স্ত্রীই স্বামীর অর্ধাঙ্গীনি
একে অন্যের ফুল।
সন্তানেদের ভাল বাসা
বাবা-মা'য়ের কোল,
মা-বাবারেই শ্রদ্ধা ভক্তি
হৃদয়ে খায় দোল।
স্রষ্টারই প্রতি ভাল বাসার
অগাধ ভক্তি ভয়,
রাখতে পারলে হৃদয় ভরে
পরকালে তার জয়।
এমনই ধারায় ভাল বাসা
সবখানে এক নয়,
যার যার মত স্থান ভেদে
এক এক পরিচয়।