কি হবে গো ডেকে তার,
আসবে না সে তো আর।
ধরা থেকে নিয়েছে বিদায়।।

তুমি-আমি একই ভাবে,
সবই ফেলে যেতে হবে।
যেতে হবে চির  অজানায়।।

মনে মনে ভরে বুক,
যে টুকু পেয়েছ সুখ।
তাহাতেই খুশি হয়ে যাও ।।

যার কোন শেষ নাই,
যাব এক  ঠিকানায়।
যত পার ভালোবাসা দাও ।।



২৯-০৭-০১২ তাং ইং।
ভোর-৪টা ৪৫মিঃ।
কড়িঃ -- -- --।।