সুপ্রিয় কবি বন্ধুরা আশা করি
সবাই,যার যার মত স্থান,কাল,
পাত্র ভেদে অনেক ভাল এবং
সুন্দরই আছেন শুধু আমারই
শুভ কামনায়।আজও আমার
সুরে,আমারই লেখা সঙ্গীত টা
কে, কাব্যিকতায় রুপ দিয়ে,
পাঠালাম। দয়া করে পাতায়
এসে পড়লে অনেক খুশি হবো।
তুমি কি বলতে পারো কখন্ যে কার,
বিধাতা পাল্টে দেয়,জীবন টা তার।
সেটাওতো হতে পারে তোমার-আমার,
কপালের লেখনি তাই বলে তার(২)।।
তুমি কি বলতে -- -- -- যে কার ? ঐ
মন গড়াই কথা কয় মানুষে,
নিজেও জানেনা কি পায় সে।
একদিন সামনে যে সব আঁধার,
তার আর নেই কোন প্রতিকার।।
কপালের লেখনি তাই বলে তার(২)
তুমি কা বলতে -- -- - যে কার ? ঐ
কর্মের প্রতিফল ই কর্মে,
সব কিছু পাওয়া যায় ধর্মে।
মানা আর না মানাটা যার-তার,
চেষ্টায় ই পাওয়া যায় বিধাতার।।
কপালের লেখনি তাই বলে তার(২)
তুমি কি বলতে -- -- - যে কার ? ঐ