যা কিছু করেছো তুমি নিজের করে,
সব ফেলে যেতে হবে অজানা ঘরে।
আমল থাকিলে কিছু,সাথী হবে সেই,
জীবন থাকতে করো জোর ঈমানেই।
ভাবিয়া দেখনা তুমি,যা কিছু তোমার,
থাকবে না মৃত্যুরই পরে অধিকার।
আমল থাকলে তাতে,করিয়া সে ভর,
সে দিনের পরীক্ষায়,হয়ে যাবে পার।
আখেরাতে পেতে হ'লে মুক্তির পথ,
আমলের প্রতি করো, কঠিন শপথ।
তোমার ই জীবন হবে স্বার্থকময়,
পরপারে থাকবেনা আর কোন ভয়।
তাংঃ-০৯=১০=২০১৮ ইং ==>>
সময়ঃ = বেলাঃ- ১২ টা ১৫ মিঃ >
স্থানঃ- কড়িয়াঃ ========>>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোমাঃ == >
<<===♠===♠===♠===>