মেলিয়া  দু'চোখে দৃষ্টি,
করিতে  আমারে সৃষ্টি ।।

খুঁজেই ফিরেছি আঁধার,
নিত্য-নতুনেই  আবার ।।

ভালো ও মন্দে  মিশে,
কবিতা  হয়েছে দিশে ।।

এটাই করিয়া মনে পণ,
ধরেই রেখেছি এই মন ।।

যত  দিন  ভবে  রবো,
কবিতাই  লিখে যাবো ।।

যে দিনে  হবো  অনন্য,
সে দিনেই  আমি ধৈন্য ।।

প্রতিটি কবিরই এই মন,
ভাবনায়  কবি  কবিজন ।।


<=♠===♠♠===♠=>
তাং-২৭-১০-২০১৮ ইং=♦
রাতঃ- ০৮টা ২০মিঃ ==♦
স্থানঃ- কড়িয়াঃ/শনিবার=।
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<=♠===♠♠===♠=>