দেখনা করিয়া কারো, কিছু উপকার,
কতটাই শান্তি পায়, আত্মায় তোমার।
যা কিছু করেছ নিজে,সৎ পথের আয়,
বিলিয়ে কিছু টা তারে, দেখ অসহায়।
অপরেরই দুঃখে যদি, কাঁদাও অন্তর,
জানবে সে মানবতা, রয়েছে তোমার।
মহৎ, উদার, আরও জ্ঞানী, গুনি, জন,
ইতিহাসে তারাই তো পেয়েছে আসন।
মুক্তির সে পথই হয়,শতেক উপকার,
তাদের সে দোয়া পায়, অবারিত দ্বার।
উপকারে বয়ে আনে, তারই প্রতিদান,
কখনও ঘটে না তার, কোন অবসান।
তুমিওতো হতে পারো, সেই একজন,
উদার ই হইয়া করো, তৈরী সে মন।