প্রিয় কবি  বন্ধুদেরই  বলে যাই,
বর্তমানে,উচিৎ কথার ভাত নাই।

বলে  কয়ে ও  নেই  উপায়,
যাকে বলবেন  তিনিও তাই।

বিদ্যাই  নাই, তবু ভয়ংকরী,
তারা করে আজ  মাতব্বরী।

জাত গেল,জাত যাচ্ছে বলে,
নিজেরাই চলুন থু থু ফেলে।

বললেই তাদের  উচিৎ কথা,
বাঁচবেনা আর নিজের মাথা।

চোখ  বোঝানো  কর্ণ  কালা,
ধরবেন এখনে এটাই পালা।


<>=<>=<♦>=<>=<>
তাং--২৯--১১--২০১৮ ইং>
রাতঃ--০৯টা ৪০মিঃ<>=>
স্থানঃ-কড়িয়াঃ/বৃহস্পতিবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<>=<>=<♦>=<>=<>
<♠উচিৎ কথার ভাত নেই♠>