কোন কথাই চলবে না আর
বউ তুমি আমার,
কেন এখন্ দূরেই থাকো
মুখটি করে ভার ?
তোমার জন্যে কাঁদে হৃদয়
ব্যথায় ভরে মন,
পাইনে কেন আগের মতই
প্রেমের সে আসন্ ?
ভুলে গেছো তুমি কি সেই
মুচকী হাসির মুখ,
তার সাথে মিশিয়ে দিতে
এই বুকে ঐ বুক ?
কত সে যুগ প্রেমের পরে
হইছো এখন্ বউ,
কি করে সেই ভুললে তুমি
অতীত প্রেমের ঢেউ ?
আগেরই ঘটা স্মৃতি গুলো
মাঝে-মধ্যেই তুলে,
চাঙ্গা করে রেখো আমায়
না যাই যেন ভুলে।
সারা জীবন আগের মতই
দিলেই ভাল বাসা,
তোমায় দেখে জানবে নারী
ভক্তি স্বামীর আশা।