অন্তরে নেই মরণের ভয়
"ম র ণ" সুনিশ্চিত,
মৃত্যু যখন্ এসেই যাবে
মানবেনা ভয়ভীত।।
শক্ত হাতে কঠিন মুঠোয়
নিয়ে যাবে প্রাণ,
না দেখিবে কান্নাকাটির
মান অভিমান ।।
তৈরী কর খুব নিজেকে
থাকলে মরণ ভয়,
এই দুনিয়ায় রঙ্গমঞ্চের
কেবলই পরাজয় ।।
<>==<>==<>==<>
তাং-২৩-০৭-২০১২ইং <>
ভোরঃ- ০৪টা ২০মিঃ =<>
স্থানঃ-কড়িয়াঃ/কেশবপুর=>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<>==<>==<>==<>