উঠলে মাথায় রক্ত চাপ,
আল্লা'র কাছে চাইও মাপ।
সেই সুবাধেই দয়ার ভরে,
ক্ষমাও করবেন তপ্ত পাপ।।
আল্লাহ্ হ লে ন দয়াবান,
সকল বান্দার মুক্তি চান।
কর-জোড়ে করলে দাবী,
তথায় তিনি খুশি'ই হ'ন ।।
তাঁর উপরে থাকবো মাতি,
আমরা যত মানব জাতি।
পরপারেই উদ্ধার হ'তে,
তিনি মোদের গতির গতি ।।
<>==<>=<>==<>
তাং-০৫-১১-২০১৮ ইং>
ভোরঃ- ০৪টা ১০মিঃ=>
স্থানঃ-কড়িয়াঃ/সোমঃ=>
<>==<>=<>==<>