মনে মনে জমাই ভাব,
পড়িয়াই তাঁর কিতাব।
যিনি,আমায় দেখিয়েছেন,জান্নাতেরই পথ - -।
তিঁনি-ই আমার আল্লাহ্ - - (২)
তিঁনি-ই আমার রব -- -- ।। ঐ

তিঁনি-ই আমার স্রষ্টা,
তিঁনি-ই পালন কর্তা।
তাঁকে, আমি সব কিছুতেই,করি অনুভব - -।
তিঁনি-ই আমার আল্লাহ্ (২)
তিঁনি-ই আমার রব -- -- ।। ঐ

তাঁর-ই দয়ায় বাঁচি-মরি,
তাঁর করুণায় সবই করি।
তাঁর ইশারায় বিশ্ব-ভূবন,চোখে দেখি সব- -।
তিঁনি-ই আমার আল্লাহ্ (২)
তিঁনি-ই আমার রব -- --।। ঐ


=♦==♦==♦==♦==♦==♦==♦=
আমার সঙ্গীত ভান্ডার থেকে আরও এক
টি গীতি কাব্য আসরের সুপ্রিয় কবি ভাই,
বোন বন্ধুদের চিত্ত বিনোদনের সৌজন্যে
প্রকাশ করে গেলাম। ধন্যবাদ।
=♣==♣==♣==♣==♣==♣==