যার মাঝে আমি হারিয়ে নিজেকে
পেয়েছি সঠিক পথ,
সে-ই তো আমার জীবনের সাথী
এহকাল আখেরাত।

চলি নাকো পথ, তারে ছাড়া আমি
সে ও থাকে মোর সাথে,
সারা নীশি থাকি,একই পাশাপাশি
জেগে উঠি অতি প্রাতে।

খাই নাকো একা,কারো রেখে কেউ
এক মতে করি কাজ,
দু'জনেরই দেহ, একই ভাবি তাই
সুখেরা করে বিরাজ।

ধরা মাঝে মোরা,যত দিন রবো
এমনই করিবো ঘর,
মেতে রবো দুইয়ে,সুখ সাধনায়
রাখিয়া এক অন্তর।

<>♥♥<>♥♥=♥<>