সন্তানের জোর পিতা-মাতা
থাকলে বাবার ধন,
আর যত সব নামেই মাত্র
মুখেরও বুনোন ।।
থাকলে অঘাত দেয়না কেহ
যখন প্রয়োজন,
বাবা-মায়ের যা কিছু সব
সন্তানের কারণ ।।
নিজের বলেই হও বলিয়ান
বাবার জোরে জোর,
অন্যের আশা করাটা সব
আবেগের ঐ ঘোর ।।
রোগ-শোক ও বিপদাপদ
যত তোমার হোক,
আসবে না কেউ দর্শনেতে
দেখতে তব শোক ।।
চেয়েও তুমি পাবে না তো
আপন ভাবো যার,
তেলও দেবে তেলা মাথায়
দৌলতেই বাবার ।।
বাবা-মায়ের দোয়াই হোল
চলার পথে সাথী,
আর সকলেই গোপন স্বার্থে
দেখায় মাতামাতি ।।
জানতেই হবে, বুঝতে হবে
করতে অনুভব,
আসল, নগদ, সত্য ছাড়া
মিছেই স্বপ্ন সব ।।