থাকবো নাতো সম্মুখেতে
মারা গেলে আর,
চির তরে দৃষ্টির আড়াল
হবো তো সবার ।।
তুমিও আমার সাথী হবে
কোন বা একদিন,
যে ভাবে,যে পথেই হবে
এই দেহ বিলীন ।।,
আসা-যাওয়া ধ্রুব সত্য
এই বাঁচাটাও তাই,
চির কালের আশা নিয়ে
কেউতো আসি নাই ।।
যাওয়া যেমন চির সত্য
সময়ও খুব কম,
চির সত্যই বাস্তব হবে
ফুরালে এই দম ।।
♣=<><>♣<><>=♣
তাং-০৮-১১-২০১৮ইংঃ>
রাতঃ-০৩টা ২০মিঃ =<>
স্থানঃ-কড়িয়াঃ,কেশবপুর>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
♣=<><>♣<><>=♣