কিছুই পারিনি নিতে
খালি দু'টি হাত,
বন্ধ হয়েছে আজ
"আমলে"নাজাত।
কি বলে দাঁড়াবো সেই
হাশরেরও দিন,
লজ্জায় মাথা নত
যে ভাবে বে-দ্বীন।
দুনিয়াতে না করিয়া
ঈমানী "আমল",
শত পাপে আজ আমার
ভরে আছে খোল।
বলার নেই তো কিছু
সে দিনে আমার,
চাওয়া ছাড়া নেই উপায়
দয়া বিধাতার।।