পূর্ব স্মৃতিই যায় না ভোলা
হোকনা সে ভাল মন্দ,
হাজার দোষের অপরাধীতে
থাকিলেও দ্বিধা-দ্বন্ধ।
বিরহ স্মৃতি কুরে কুরে খায়
মুখেতে না যায় বলা,
ধৈর্য্য সীমা বাঁধ ভেঙ্গে গেলে
দঁড়িও ধরে যে গলা।
যার ধৈর্য্যের সীমা-রেখা যত
ব্যবহারে পরিচয়,
আসল প্রেমের প্রেমিক-প্রিয়া
করেনা কারোর ভয়।
ক'জনই আছে লাইলি-মজনু
শিরি আর ফরহাদ,
ব্যর্থ প্রেমে দু'জনেই দোষী
কম-বেশী অপরাধ।
হতে পারে কিছু ত্রুটি পূর্ণ
দু'জনের মাঝে দ্বন্ধ,
ইচ্ছা থাকলে সমাধানও হয়
কেন ভাবি আগে মন্দ ?
বিরহ-প্রেমের চিল্লা-চেল্লিই
জগতে এনেছে ঘৃণা,
শুদ্ধ প্রেমের ঘাটতি বলেই
বাজেনা সুরের বীণা।