যায় না ধূলে,সাবান দিলেও
স্বভাব জাত দোষ,
শত খেলেও দুধ,কলা-ভাত
যায়না সর্প ফোঁস ।।

যার  মত সেই  চলছি ভবে
হারিয়ে প্রেম-প্রীতি,
ধার  ধারি না ধর্মও কর্মে'র
ভুলেই নিয়ম-নীতি ।।

খুব  বেশী দিন  নয় দুনিয়া
যে যাই বলুন ভাই,
আজকে আছি, কাল নেবো
প র পা রে র ঠাঁই ।।


<><>=<>♦<>=<><>
তাং-০৬--০৫--২০১৮ ইং>
বেলাঃ-০১টা ১৫মিঃ =  <>
স্থানঃ-বেগমপুর/রবিবারঃ>>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<><>=<>♦<>=<><>
<♣>স্থান,"পরপার"<♣>