সব কাজেতে ভয় করা ভুল,
সাহস করে দাও তাতে ঝুল।
কিসের এতই করো ভয় ?।।
ভাল আর মন্দে মিলেই,
গড়ে নিয়ে তিলে তিলেই।
এই জগতেই জীবন বয় ।।
যেতে গেলে অনেক দূরে,
লাভ কি শুধু-ই ঘুরে ঘুরে ?
সোজা পথেই ফেল পা ।।
সৎ নিয়তেই চললে পথে,
ভুল থাকেনা কোথাও মতে।
ন্যায় জগতের আসলটা ।।