প্রেমে প্রেমেই ভরে গেছে
বিশ্বভূবন ধরাতল,
চারিদিকের গুঞ্জন আসে
ঘৃণ্য প্রেমে রসাতল।
সচ্ছতা নেই প্রেম ভূবনেই
অবাধ্যময় আচারণ,
পবিত্রতার দুয়ার ভেঙ্গেই
চলছে সকল বিচরণ।
সম্পর্ক তাও চলছে অবোধ
পশুত্বভর বিবেকে,
জ্ঞান অলঙ্কার রুদ্ধ দ্বারে
বলিষ্ঠকর আবেগে।
ধারছেনা তো বয়সের ধার
ভবিষ্যতের আশে,
হলেই হোল হচ্ছে যেমন
সামানে বসবাসে।
আবেগ প্রবন যৌবনে ঢেউ
উজান গতির টান,
বিবেক,বুদ্ধি বিলীন করেও
জেতার উপর ধ্যান।
সাধুর সমাজ কলঙ্কিত
নেতৃত্ব কারণে,
যে যাই বলি সবারই ভুল
সমাজের আসনে।
আদেশ নিষেধ ভুলে গেছি
আমরাই গুরুজন,
করিনা কেউ আগের শাসন
আপন আপনজন।
কি দোষ দেব সমাজটারে
আমরা সামাজিক,
যার মত সেই সংশোধন হই
মনেই রেখে ধিক।।