ও সোনা বোন, ও প্রিয় ভাই,
গান গেয়ে কারে শোনাই - -?
(বল আমি) - - - - - - -
গান গেয়ে কারে শোনাই - -?
সারাক্ষণ লিখি আর সুর করে গাই(২)
মন পোড়ে প্রেম বেদনায় - -।। ঐ

প্রিয়া সেই চলে গেছে,অনেক দূরে,
আসবে বলে আর, আসেনি ফিরে।
জানিনা সে আছে দূরে,
কোন ঠিকানায় - - - - - - -।। ঐ
মন পোড়ে প্রেম বেদনায় - - - -।

একে একে দিন চলে,গেল যে বছর,
সেই থেকে প্রিয়া মোর,নিলনা খবর।
জানলোনা কেমন্ আছি,
আছি বা কোথায় - - - - - - ।। ঐ
মন পোড়ে প্রেম বেদনায় - - - - ।


এটাও আমার পাঁচ (৫০০০) সঙ্গীতের
মধ্য থেকে আরও একটি গীতি কাব্য।