দেখাইও না বাহাদূরী
দুনিয়ার উপর,
এই আছি, এই নেই
কিছুক্ষণই পর ।।
সময়েরই ব্যবধানে
মাত্র - - -দু'দিন,
আজ এক চলে গেল
কাল তো সেদিন ।।
রাজা, বীর, বাহাদূর
জীবন সব এক,
ফকির ও গরীবে তার
নেইতো ফারাক।।
সারাক্ষণে হিসাব টা
মেপে চলা ঠিক,
সব কিছু ভুল হবে
হলেই বি-দিক ।।