দেহ আমার উঠবেই যেদিন
লাশ নামে ঐ খাঁটিয়ায়,
তারপর হতে দেখবে না কেউ
একদিনও এই দুনিয়ায়।
আপন জনের কান্না-কাটির
পড়ে যাবে চরম ভীড়,
থাকবে পড়ে এই দুনিয়ায়
হাতে গড়া শখের নীড়।
কেউ যাবে না সাথে আমার
সখের বিবি ঘর-বাড়ি,
আমল আমার থাকলে নিঁখুত
তার বলেই দেব পাড়ি।
এক বারও তো কেউ ভাবিনা
এসব কথা একটি বার,
দুনিয়ার এই রথের মেলায়
ক'দিনই বা থাকবো আর।