ছলনা আর অভিনয়েই ভরা এ ভূবন,
আদৌ বুঝিনি আমি, এসব ই কখন্।
না জানিয়া সেই পথে দিয়ে ছিনু পা,
এখন্ ই ভাবি যে প্রেম,সবই ছলনা।
মাথাতে রাখিয়া হাত ছিল যে শপথ,
জীবনেও ছাড়বোনা কেউ কারো হাত।
কতনা সে কথা হোত বসিয়া দু'জন,
কিছু দিন পরেই হবে,দেয়া-নেয়া মন।
বুঝিনি কখনও আমি, ছলনা সে কি!
অভিনয় দেখে তাই,বলি যে ছিঃ ছিঃ।
সকালে, দুপুরে, আর সন্ধ্যা বেলায়,
প্রায়ই দরশন হোত একই ঠিকানায়।
তারে নিয়ে কোনদিন ভাবিনিতো ভুল,
সদয়ই ছিলাম তার প্রেমেতে ব্যাকুল।
কেউ কারো না দেখিলে,কোন একদিন,
সবাই বুঝিতো এরা, কেনই উদাসীন।
কোন এক সকালেতে, কে যেন এসে,
হঠাৎ শোনালো প্রেম, গিয়াছে ফেঁসে।
চারি দিকে লোক মুখে, একই গুন্জন,
উদাসীন হয়ে গেল, ব্যাকুল এই মন।
সরাসরি কেউ আমারে, কিছু বলেনা,
বহুদিন পরে শুনলাম ছিল,সবই তার,
ছ -- -- -- --ল - - - - - -না ।