সফল হয়ে ব্যর্থতা জীবনে আমার,
মন বলে নেই কেহ ভাল বাসিবার।
একে একে দিন গিয়ে গেল যে বছর,
সেই থেকে প্রিয়া মোর নিল না খবর।
জানলোনা কেমন আছি
আছি বা কোথায়,
মন থেকে কখনো সে
জানতে না চায় ।।
এখন আর এসে সে তো নেয় না খবর,
ভুলে যেতে যেতে আজ দিয়েছে কবর।।