সবার ই ইচ্ছে সখ,
আমি করি ঝঁকমঁক।
চারি দিকেই গুণগান,
ছড়িয়ে যাক অবিরাম।
উপরেই রাখিয়া মাথা,
উচ্ছ স্বরেই বলি কথা।
চিনে যাক দেশও বাসি,
সবার আমি ভাল বাসি।
যত যার ই গাড়ী বাড়ি,
তাদেরও উঠিবো ছাড়ি।
রমনীও সু-মধুর হোক,
থাকিবেনা কোন শোক।
এমন্ হোক মতি গতি,
স্রষ্টাই আমারই সাথী।
যতক্ষণ এ দেহে প্রাণ,
গেয়ে যাব তাঁরই গান।
হলে ও রাজা-ধীরাজ,
এটাই মনের ই সাঁজ।