বুক ভরা সুখ জানি, হয় না কারও,
যতই বলুক সে তা,দিনে হাজারো।
সুখের ও সজ্ঞা খুবই, সুক্ষ্ম রতি,
সবার জীবনে সুখ,হয়না জ্যোতি।
সুখ নামে যত কিছু, কাছে পেতে চায়,
আসেনা সে কার কাছে,বিনা সাধনায়।
সুখ আর শান্তির, পাশা পাশিই ঘর,
সবাই আকড়ে তারে,হতে চায় বর।
কারও বা জীবনে সুখ-ই সঙ্গী সাথী,
শুরুতেই আরম্ভ তার,আরো প্রগতি।
দুঃখ টাই মনে হয়, শত্রু ই সবার,
ভুলেও চায়না কেউ,তারে একবার।
একবার ঢোকে যদি,কারো সীমানায়,
যন্ত্রনা পেতে পেতে, জীবন ও হারায়।
তবুও মানুষের আশা, সুখে বায়না,
সবারই কপালে সুখ,আদৌ সয়না।