প্রিয় কবি বন্ধুদের কাছে আমার
একান্ত মিনতি। শিক্ষকের সর্বোচ্চ
আসনটাকে আমি সঙ্গীতে সঙ্গীতে
সুরের মাধ্যমে প্রকাশ করতে না
পারায়। কাব্যাকারে কবিতায়
রুপ দিয়ে পাঠালাম। মনে কিছু
না করে দয়া করে পড়ে দেখলে
খুব ভাল লাগবে বলে আশা করি।
ভাল থাকুন সবাই। ধন্যবাদ।
"সবার উপরেই শিক্ষক"
শিক্ষক,মাষ্টার,বড় যে নামটা তার,
কর্মটা অতি বড় উচ্চ,
সমাজের শিক্ষিত,যে যেখান দীক্ষিত,
তাদেরই হাতে গড়া গুচ্ছ।
মাষ্টার ও মাষ্টার,মাষ্টার ও মাষ্টার (৪)
তোমরাই সমাজের মিষ্টার।। ঐ
বাবা-মা'র সন্তান,শিক্ষা করিয়া দান,
তোমরাই আলো দাও জ্বেলে,
ভাল আর মন্দে,দুঃখ-আনন্দে
ভাবনা পরের মেয়ে-ছেলে।
শিক্ষাগুরুর মান,সমাজেরই সম্মান(২
বাবা-মা'র পরে স্যার স্টার।।
মাষ্টার ও মাষ্টার (৪)
তোমরাই সমাজের মিষ্টার।। ঐ
সময়ের সারাক্ষণ,পড়াতে দেয়না মন
তবু তারা বুকে পায় স্থান,
কটুক্তি আচারণ,তবুও ভাঙ্গেনা মন
রাগে পড়ে করেনা তো প্রস্থান।
সমাজের সুধীজন,তোমরাই সেইজন(২)
তোমাদেরই তৈরী মিনেষ্টার।।
মাষ্টার ও মাষ্টার (৪)
তোমরাই সমাজের মিষ্টার।। ঐ