সব ফুলে সুগন্ধ ছোটে না - - - (আবার)
সব সুরে তো হৃদয় ভরে না, - -
প্রেমিক ছাড়া প্রেমতো খোঁজেনা -(হেথায়)
সবাই প্রেমের মূল্য বোঝে না।। (২)
সব ফুলে -- -- -- ছোটে না।। ঐ
এই পৃথিবীর সব কিছু তো,
কথা সুর আর গান -- -- ,
এরই মাঝে বিরাজ করে,
সৃষ্টিরও -- -বিধান।
এত কিছুই সত্য তবু,কেন বুঝিনা -।। ?
সবাই প্রেমের মূল্য বোঝে না।। (২)
সব ফুলে -- -- -- ছোটে না।। ঐ
ফুলের কদর মালির কাছে,
প্রেমের প্রিয় জন -- -- --,
স্বর্গ সুখের জীবন-যাপন,
যদি মেশে --মন।
প্রেমিক শুধু সত্য বটে,কেন বুঝিনা -।। ?
সবাই প্রেমের মূল্য বোঝে না।। (২)
সব ফুলে -- -- -- ছোটে না।। ঐ
নাম না জানা কতনা ফুল,
ফোটে জগৎ মাঝে -- --,
তার মাঝেতেই কয়টা বল,
লাগে মোদের কাজে -- ?
এমনি ভাবে সব কিছুতো,বুঝেও বুঝিনা।।
সবাই প্রেমের মূল্য বোঝে না।। (২)
সব ফুলে -- -- -- ছোটে না।। ঐ