যতই হওনা শ্রীমতি কেউ
হলে ও শ্রীমান,
কোন রূপে কাজ হবেনা
না যে বুদ্ধিমান।।
ভালোবাসা প্রেমও ভক্তি
স্রষ্টার দেয়া দান,
সঠিক পথে থাকতে হবে
রাখতে সে ঈমান।।
ঠিক না রাখা, দূর্ভেদ্যতা
মানুষের ই মনুষত্বে,
বিধির বিধান সঠিক পথই
ঈমানীরও পরমাত্মে।।
♦=<>==<♦>==<>=♦
তাং-২২--১০--২০১৮ ইং♦
সকালঃ- ০৬ টা ১০ মিঃ-♦
স্থানঃ-কড়িয়াঃ সোমবার=♦
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
♦=<>==<♦>==<>=♦