বুকটা ভরেই ছিল যে কামনা
যাবো কবি আসরে,
সাঁজানো স্বপ্ন ভেঙ্গে গেল শুধু
কোন এক অনাদরে।
প্রতি দিন পড়ি সবার লেখণী
স্বমুখে পড়েনা দেখা,
তাই মনে মনে ভেবেছিনু বসে
যাবো শুধু আমি একা।
অসুস্থতায় দাবী রেখেও যার
হয়নি আসন পাশ,
ঐ আসরেই যাবনাকো আর
হলেও তা বারো মাস।
এতটা বড়ই আকাঙ্খা মোর
যখনই হোল তা পন্ড,
বুঝেছি আমি মিলনের নামে
রয়ে গেলো চির খন্ড।
শুনলাম আমি এবার আসরে
খলিল ভাই-ই উদ্যক্তা
ইচ্ছেটাও ছিল সামান্যক্ষণ,
সাজবো আসরে বক্তা।
শোনাবো সঙ্গীত কন্ঠ ভরিয়া
ওদিন হব কবি শিল্পী,
কন্ঠ শুনেই বিভোর হয়ে সব
ভরবে সবার দিলটি।
কপাল গুনেই সব কিছু হয়।
আমারও হয়েছে তাই,
২২ তারিখ গেলেই বুঝলাম
ভাগ্যহীন কপালটাই।
তবুও আমি করে যাই দোয়া
অধম হ'য়ে এই কবি,
না দেখিলেও সরাসরি কারো
হৃদয়ে রেখেছি ছবি।
যার যার মত ভালই থাকুন।
ইচ্ছা করিয়া পূরণ,
কবি বলেই বুঝে নিলাম আজ
এটাই যুগের ধরণ।
অভিমান আর দুঃখ কিসের।
আমি এক নরাধম,
সবারই জন্য রয়েছে হৃদয়
নহে আসরের যম।
সকলের তরে রইল যে প্রাণ
আসরের যত কবি,
রোগের জন্য করবেন দোয়া
এটাই আমার দাবী।
বেঁচে থাকলে দেখাতো হবে
কোন সেই এক দিন,
সবারই কাছে এই মিনতিই
দোয়াটা আমার দ্বীন।
আসরে সবার দীর্ঘায়ু আর
মঙ্গল কামনা করি,
এ আশা মোর থেকেও যাবে
সারাটি জনম ধরি।
<><>♠<><>♠<><>