ফাগুনের দিন গুলো একে একে বয়ে যায়,
আজও আমি বসে আছি তোমারই ভরসায়।
কখন্ কি ভাবে তুমি এ বুকেতে আসিয়া,
ভাল বাসা দিয়ে প্রেম কেড়ে নেবে হিয়া ?
বলে যাও প্রিয় তুমি এসে এক বার,
ঘটাও সেই অবসান ভুলও বুঝিবার।
গড়বো দু'জনে মিলেই ছোট এক বাসা,
তোমাকে পেলে সেথা মিটে যাবে আশা।
স্বর্গীয় সুখ আসবে জানি মিলনে তোমার,
দু'জনেতে মিলে-মিশেই হবো একাকার।
ষোড়শী কুমারী প্রেমই আমি পেতে চাই,
এর চেয়ে সেরা সুখ পাওয়ার আর নাই।
স্বপ্নের আশা ভাল বাসা তোমায় ঘীরে তাই,
তুমি ছাড়া মনটা নেবার আর তো কেহ নাই।
তুমি ছাড়া পৃথিবীতে কেহ কিন্তু নেই আমার,
এই কথাটি বুকে ধরে চাই যে শুধু বাঁচিবার।