সকল আশা হয় না পূরণ
যার মনে যা চায়,
সকল মানব হয়না মানুষ
ধরার হিসাবটায় ।।

অন্ধ  বিহীন   কোন  চক্ষু
পলক  ছাড়া  নয়,
মৃত্যুর আগে শ্বাস-প্রশ্বাস
'জীবন তারে কয় ।।

সব  মানুষের  চরিত্ররূপ
এক সমানের নয়,
জীবন মানে সাহস ছাড়া
থাকবে কিছু ভয় ।।

চলে যাওয়া সময়টা আর
কেউনা ফিরে পায়,
আসা-যাওয়ার এই ধরণী
যে আসে  সে যায় ।।

<>=<>==♦==<>=<>
তাং--০৯--১২--২০১৮ইংঃ>
রাতঃ--০৯টা ৪৫মিঃ ৩২সেঃ
স্থানঃ--কড়িয়াঃ / রবিবারঃ>
০১৭৪২-৭৭৪৬৪৪>মোবাঃ
<>=<>==♦==<>=<>
<♦>"সকল,"বাস্তবতা"<♦>