আসবেনা কেউ নতুন করে
এমন্ নেতাই আর,
যার নাম শুনে গর্বেই চলি
তিনি শেখ মুজিবর ।।
অনেক কষ্ট ত্যাগের ফলে
স্বাধীন আজ এদেশ,
কি করে ভুলি তার অবদান
অকৃতজ্ঞের উন্মেষ ??
এখন্ আমরা স্বাধীন দেশে
স্বা ধী ন নাগরিক,
সব জনগণ মিলে মিশেই
বুঝবো লা-শরীক ।।
♠=<>=<>=<>=<>=♠
তাং-১০-১০-২০১৮ইং<>♠
রাতঃ- ০৯টা ১৫মিঃ <><♠
স্থানঃ--কড়িয়াঃ/শনিবার!>♠
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ♠
♠<>==<>=<>==<>♠