কম-বেশী ও দূরে-কাছে,
পাপ-পূণ্যটা সবার আছে।।
পাশা-পাশি দুই টি ধরণ,
এই জীবন, এই তো মরণ।।
সব মিলিয়ে সুন্দরই হয়,
এমন্ মানুষ, খুব বেশী নয়।।
যে যাই বলো আগে পাছে,
বিবেক কিন্তু নিজের কাছে।।
মনটা রাখলেই পরিস্কার,
থাকেনা ঘুর কোথাও তার।।