সুখ,শান্তি,আরাম-আয়েশ
দুনিয়ারও বোঝা,
দুঃখ দিলেও ধার্মিকেরে
আখেরাতে তাজা।।
সবই ভাল, সেই ধর্ম কথা
কর্ম যদি ভাল হয়,
কর্মের উপর ভিত্তি করে
উত্তম ধর্ম পরিচয়।।
যুগের চেয়ে অনেক ভাল
ক্ষণকালের সময়,
থাকে যদি প্রিয় জনের
প্রেমের বিনিময়।।
কারো কাছে কেউ ভালনা
না মিশিলেই মন,
শতেক জ্বালা মধুর করে
প্রেমের আয়োজন।।