হয়না হয়না জয়
মনে যদি থাকে ভয়,
অল্পতেই ভেঙ্গে পড়ে
কা-পুরুষ তারে কয়।।
নিজেরই কোমর বলে
সবই করা যায়,
পরের সে লাঠি বলে
আসে পরাজয় ।।
উত্থান আর পতন
এই দু'টি জিনিষ,
আজ যা মধুর হয়
কাল যে তা বিষ।।
যত তুমি ত্যাগি হবে
দুনিয়ার ----উপর,
আমল-নামা মিলবে
ডান হাতে তোমার।।