সবাই মাগে পূ্ণ্যতাকে
পাপে আনে ক্ষতি,
লাভের ভাগটা কেউ ছাড়েনা
সামান্য এক রতি।।
কাছের মানুষ দূরে গেলে
দেয় যাতনা মন,
বুকে পেতে আশায় তারে
খোঁজে প্রতিক্ষণ।।
নারী আমার মা জননী
গর্ভে ছিলাম যার,
সবার উপর নারীর আসন
সৃষ্টি - -বিধাতার।।
নিজে কিছু পেতে হোলে
আগে কিছু দাও,
পরেই তুমি বেশী পাবে
শুনে রাখো তাও।।