অতি ভক্তিই চোরের লক্ষণ,
অ-খাদ্যকেও করে ভক্ষণ।
দূর্যোগ,দূর্ভোগ, হতেই পারে,
থাকলেই হবেনা অনাহারে।
অন্যের সম্পদ করিলে হরণ,
কে বলে মানব ,পশু সেইজন।
মানুষের দূর্দিনে সাথী না হলে,
জুটবেনা শান্তি নিজের ভালে।
দিওনা কষ্ট কারো বলিয়া কথা,
পরকাল ভয়াবহ পেলে সে ব্যথা।