করতে হ'লে তাড়াতাড়ি,
না করিও বাড়া-বাড়ি।
দেরী মানেই ভিন্ন মন,
ভুল পথে যায় আচরণ।
আজকে বিপদ,কাল সু-দিন,
সবার আশাই সামনে দিন।
সামনের আশা তো ভবিষ্যৎ,
হোক না হোক নেই দ্বি-মত।।
সবার মাঝেই আকর্ষণ,
খুঁজে পেতে একটি মন।
চেষ্টা বলেই পেলে তার,
সে পায় প্রেমের অধিকার।।
যখন মানুষ ব্যাস্ত হয়,
অনেক কর্মেই ভুল ঘটায়।
স্থিরতায় সেটা-ই দেয়,
সঠিক কর্মের পরিচয়।।