থাকাই ভাল, শরীরে রোগ,
তেমনি মনে খানিকটা শোক।
প্রাণেও থাকবে স্রষ্টারই ভয়,
পর কালটায় তার হবে জয় ।।
আসলে সমন মরণে ডাক,
মৃত্যুই আসবে করিতে ফাঁক।
ছাড়তে হবেই এই দুনিয়া,
না মানিলেও সাধের হিয়া ।।
মরণ যেথায় যার ডেকে নেয়,
মৃৃত্যুটাও তো তার সেথা হয়।
দুনিয়ার এই পাপের মেলায়,
কেউ আসে,কেউ চলিয়া যায় ।।
ধরণীর এই তাসের ঘরে,
যার মতে সে খেলাই করে।
পলে পলেই যায় যে বেলা,
সামনেই কিন্তু পারের ভেলা ।।