অতি বেশী যার 'অহংকার',
ধ্বংসে আসে জীবন তার।

ভাল আর মন্দে,দু'টি দিক,
কেউ বি-পথে,কেউ সঠিক।

যার প্রতি যার ভালোবাসা,
তার প্রতি তার পূর্ণ আশা।

দগ্ধ, আঘাত আর যন্ত্রনায়,
নিত্য "নতুনের" সৃষ্টি হয়।

<>=<><>=<><>=<>
তাং--০৪--১২--২০১৮ইংঃ>
রাতঃ-১০টা ৩৫মিঃ ১৫সেঃ>
স্থানঃ-খুলনা হাসঃ/মঙ্গলবার।
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ>
<>=<><>=<><>=<>
♠>শাশ্বত ছন্দবাণী--১৩<♠