কখন্ কে কার আপন হয়ে
জনম সাথী হয়,
নেই ক্ষমতাও বোঝার মত
প্রেমের পরিণয় ।।
খাদ্য অভাব,বস্ত্রের অভাব
অর্থাভাবও সয়,
প্রেমের অভাব দেখা দিলে
ভোগ যন্ত্রনাময় ।।
অনেক কিছু যায় যে লেখা
অনেকটা যায় বলা,
জীবন যুদ্ধে জয়-পরাজয়
এটাই মানব খেলা ।।
তাং= ২২=১০=২০১২ ইং
রাতঃ= ০২ টা ৪৫ মিঃ=>।
স্থানঃ= কড়িয়াঃ = = = =।
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<==♠===♠===♠==>