দিনের বন্ধু সবাই মেলে,
রাতের বন্ধু  ক'জন হয়?
সু'দিনে হয়  সকল  বন্ধু।
দুর্দিনেতে কেউ তো নয় ।।

মনের রোগে হৃদয় পোড়ে,
ভিতর টা যায় ক্ষয়ে।
দেহের রোগে শরীর ভাঙ্গে,
অস্বস্তির  ভার  বয়ে ।।

রোগে পড়ে রোগী কাঁদে,
কাঁদেই আপনজন।
মুক্তি পেলেই সবাই খুশি,
আত্মীয়ই -- স্বজন ।।


তাংঃ=১২=১০=২০১২=ইং
রাতঃ=০২টা ২০মিঃ ===।
স্থানঃ= কড়িয়াঃ ==♣==।
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
==♣===♣===♣==।